বিনোদন ডেস্ক : 'পদ্মাবতী' নিয়ে বিতর্ক চলছেই। তারই মধ্যে আগামী ছবি 'রেস-৩' নিয়ে কথাবার্তা শুরু করে দিলেন 'পদ্মাবতী'র আলাউদ্দিন খিলজি। সোমবার পৌঁছে গিয়েছিলেন 'রেস-৩' টিম এর সঙ্গে কথাবার্তা বলতে।
সেখানে উপস্থিত ছিলেন বলিউডের ভাইজানও, জমে উঠেছিল আড্ডা। এমনকি সেটের মধ্যেই বেশ কিছুক্ষণ সালমানের ঘাড় ম্যাসাজ করে দেন রণবীর সিং। সালমানও সুযোগ পেয়ে আরামে গা এলিয়ে দিয়েছেন।
জানা যায়, সালমানের ঘাড়ে নাকি ভীষণ ব্যাথা। সেই স্ট্রেস থেকে মুক্তি দিতেই এই উদ্যোগ নিয়েছিলেন রণবীর সিং। সালমানে স্ট্রেস তো হওয়ারই কথা। 'বিগ বস'-এর ঘরে তাকে যা নাটকটাই না দেখতে হয়!
২০০৮ সালে মুক্তি পাওয়া পরিচালক আব্বাস মস্তানের ফিল্ম 'রেস'এর প্রথম ভাগে দেখা গিয়েছিল সাইফ আলি খান, অক্ষয় খান্না, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফকে। পরে ২০১৩-য় 'রেস-২'-তে দেখা গিয়েছিল দীপিকা, সাইফ, জন, অনিল কাপুর, জ্যাকলিন ও নীল নিতিন মুকেশের মত অভিনেতাকে। আর এই দুটো সিনেমাই বক্স অফিসে ছিল ব্লক বাস্টার হিট।
এবার শোনা যাচ্ছে 'রেস-৩'-তে দেখা যাবে সালমান ও জ্যাকলিন জুটিকে আর সঙ্গে থাকছেন রণবীর সিং। তবে এখনো ফাইনাল কোন ঘোষণা আসেনি। কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।
এমটিনিউজ/এসএস