বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রে এক উজ্জ্বল নক্ষত্র শাকিব খান। তার প্রকৃত নাম মাসুদ রানা হলেও তিনি শাকিব খান নামে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত হয়ে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছায়াছবির মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।
কিন্তু ছবিটি তাকে খ্যাতির চূড়ায় পৌঁছাতে সাহায্য না করলেও ক্যারিয়ারের ২য় বছরেই সে সময়ের হার্টথ্রুব ও নাম্বার ১ নায়িকা শাবনূর এর বিপরীতে অভিনয় করে আলোচিত হয় এবং খুব তাড়াতাড়ি শাবনূর-শাকিব খান জুটি বাংলা সিনেমার অন্যতম ব্যবসাসফল ও প্রযোজকদের আস্থাভাজন জুটিতে পরিণত হয়।
বহু চড়াই উৎরাই পেরিয়ে শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সফল এবং সর্বোচ্চ বেতনভোগী অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি ২০১০ সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ২০১২ সালে খোদার পরে মা এবং ২০১৫ সালে আরো ভালোবাসবো তোমায় ছবির জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হন।
কিন্তু জনপ্রিয় এই নায়ক ব্যক্তিগত জীবনে টানা পোড়নের মধ্যে আছেন। সারাদেশে শাকিব-অপুর বিচ্ছেদের গুঞ্জণ ছড়িয়ে পড়েছে। কিন্তু শাকিব খান এই বিচ্ছেদের গুঞ্জণের মাঝেও গতকাল মেন্টাল সিনেমার একটি ছবি (যা তিষাকে নিয়ে) তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করে লিখেছেন, পুরনো স্মৃতিচারণ। হয়তো শাকিব খান মানসিক চাপ হালকা করার জন্য পুরনো স্মৃতিচারণ করছেন।
এমটিনিউজ২৪/টিটি/পিএস