মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ০৮:৫০:৪১

জলঘোলা করে তানহা মৌমাছির সাথেই শাকিব খান!

জলঘোলা করে তানহা মৌমাছির সাথেই শাকিব খান!

বিনোদন ডেস্ক: ব্যাপক জলঘোলা করে অবশেষেই নতুন নায়িকা তানহা মৌমাছির বিপরীতেই অভিনয় করছেন সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার সন্ধ্যায় শাকিব নিজেই  এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১১ অক্টোবর 'মামলা হামলা ঝামেলা' ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন তানহা। এ ঘটনা শাকিব জানতেই বেঁকে বসেন। তিনি সেসময় দেশে ছিলেন না। বিষয়টি নিয়ে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন তার অনুপস্থিতিতে তাকে না জানিয়ে ছবিতে যে চুক্তি করালে তিনি অভিনয় করবেন না।

বিষয়টির সুরাহা হয়েছে আজ মঙ্গলবার। শাকিব খান অবশেষে তানহা মৌমাছির সাথে ছবি করতে সম্মত হয়েছেন। চুক্তি সাক্ষরের দিন তানহা মৌমাছি বলেছিলেন, আমার আর মিমের সমান সমান অভিনয়। দুজনই ফিফটি ফিফটি। এছাড়া আমি দুইটা গানে থাকছি আর মিম আপুও দুইটা গানে থাকছে। এছাড়াও একটি আইটেম গানে সানি লিওনকে নেওয়ার কথা চলছে।

চিত্রনায়িকা তানহা মৌমাছির প্রথম চলচ্চিত্র রয়েল খানের 'যে গল্পে ভালোবাসা নেই। ' তবে তিনি রুপালি পর্দায় অভিষিক্ত হন ‘অনেক দামে কেনা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে