মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ১০:১৯:৪২

'সরকারিকরণ হচ্ছে এভ্রিল ফাউন্ডেশন'

'সরকারিকরণ হচ্ছে এভ্রিল ফাউন্ডেশন'

বিনোদন ডেস্ক: বিয়ে ও ডিভোর্সের তথ্য গোপনের অভিযোগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ প্রতিযোগিতায় বিজয়ী হয়েও মুকুট হারিয়ে আলোচিত হয়েছিলেন জান্নাতুল নাঈম এভ্রিল।

যে বাল্য বিয়ের জন্য সাফল্য পেয়েও তা হাতছাড়া হয়েছে বিতর্কিত এভ্রিলের। এবার সেই বাল্য বিয়ে বন্ধে কাজ শুরু করেছেন তিনি। মুকুট হারানোর পর নিজের নামে ‘এভ্রিল ফাউন্ডেশন’ নামে চ্যারিটি ফাউন্ডেশন গঠন করেছেন। ইতোমধ্যে ফাউন্ডেশনটির জন্য একটি টিমও তৈরি করেছেন এভ্রিল। সারা দেশে বাল্য বিয়ে বন্ধে কাজ করছে সংগঠনটির ২১ জন নারী সদস্য।
 
এভ্রিল বলেন, 'একটি ভুলের জন্য মানুষকে অনেক কিছু হারাতে হয়েছে। তাই বাল্য বিয়ে বন্ধ করতে চ্যারিটি ফাউন্ডেশন করেছি। গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বাল্য বিয়ের বিরুদ্ধে সচেতন করবে সংগঠনটি।'
 
এভ্রিল আরও বলেন, 'শুধু বাল্য বিয়েই নয়, নারীর ক্ষমতায়নেও আমার সংগঠন কাজ করবে। এ জন্য আমার আয়ের ৭৫ ভাগ আমি এ চ্যারিটিতে দেব। সারা দেশে ভলান্টিয়ার হয়ে কাজ করছে নারীরা। তারা অবহেলিত, নির্যাতিত নারীর পাশে দাঁড়াবেন।'

তিনি বলেন, 'আমি তথ্য পেয়েছি আমার ফাউন্ডেশনটি সরকারিকরণের উদ্যোগ নেয়া হয়েছে। খুব দ্রুতই হয়তো সেটি করা হবে।'
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে