বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭, ০৫:৩৬:৪৯

নতুন বউর কাছে শ্বশুরের এমন আবদার!

 নতুন বউর কাছে শ্বশুরের এমন আবদার!

বিনোদন ডেস্ক : নতুন বউয়ের কাছে এমন আবদার করলেন ভুবনেশ্বর কুমারের বাবা! অবশ্য ছেলের বউ শ্বশুরমশাইয়ের সেই আবদারও মিটিয়েছেন।

ছেলের বউয়ের কাছে কী চেয়েছিলেন ভুবির বাবা? নতুন বউয়ের হাতে তৈরি ক্ষীর খেতে চেয়েছিলেন ভুবনেশ্বর কুমারের বাবা।  শ্বশুরের এমন আবদার শুনে কালবিলম্ব না করে নুপূর ক্ষীর বানিয়েছেন।  সেই ক্ষীর খেয়ে তো দারুণ তৃপ্ত ভুবির বাবা।

সেই প্রসঙ্গে ভুবনেশ্বর কুমারের বাবা বলেছেন, ‘‘নুপূর শুধু আমার ছেলের বউ নয়।  ও আমার মেয়ে।  ওর হাতের তৈরি ক্ষীর অনবদ্য। ’’
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে