বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭, ০৮:৫১:১৩

কারিনার শরীরে এই শার্টের দাম শুনলে আপনি আঁতকে উঠবেন!

কারিনার শরীরে এই শার্টের দাম শুনলে আপনি আঁতকে উঠবেন!

স্পোর্টস ডেস্ক: সাধারণত ছিমছাম ক্যাজুয়্যাল পোশাকেই দেখা যায় কারিনা কাপুর খানকে। তবে কারিনার পোশাক দেখতে যতই ক্যাজুয়াল হোক না কেন, দামটা কিন্তু মোটেও তেমন ক্যাজুয়াল নয়।

সম্প্রতি একটি পার্টিতে গিয়েছিলেন কারিনা কাপুর। যেখানে ইটালিয়ান ফ্যাশান ব্রান্ড গুসির একটি হলুদ রঙের প্রিন্টেড রেশম শার্ট পরতে দেখা যায় নায়িকাকে। কারিনার এই শার্টের দাম শুনলে আপনিও হয়ত আঁতকে উঠবেন। ১৪০০ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৭ হাজার টাকা।

এর আগে, একবার মুম্বাই এয়ারপোর্টে হালকা আকাশি রঙের সমুদ্র সৈকতের ছবি আঁকা একটা টি-শার্ট ও হলুদ টি-শার্ট পরতে দেখা গিয়েছিল সাইফ আলী খানের স্ত্রীকে। যে টি-শার্ট দুটির দাম যথাক্রমে ৩০ হাজার ও ৪৫ হাজার টাকার
এমটি নিউজ/ আ শি /এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে