সোমবার, ০৪ ডিসেম্বর, ২০১৭, ০৩:৪৯:১৯

ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে শাকিব খান...

ওই ঘটনায়  ক্ষিপ্ত হয়ে শাকিব খান...

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ডিভোর্সের চিঠি পঠিয়েছেন তার স্বামী নায়ক শাকিব খান। শাকিব খানের ঘনিষ্ঠ এক প্রযোজক জানান, তিন দিন আগেই এই চিঠি পাঠিয়েছেন।

গত ১৭ নভেম্বর থেকেই ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছিল। গুঞ্জনটির জন্ম দিয়েছিলেন অবশ্য শাকিব খান নিজেই। আগের দিন ১৬ নভেম্বর ছেলে জয়কে কাজের মেয়ে শেলীর কাছে তালাবদ্ধ অবস্থায় রেখে কলকাতা চিকিৎসা করাতে যান অপু বিশ্বাস। থাইল্যান্ড থেকে ফিরে পরের দিন শুক্রবার ছেলেকে দেখতে অপুর নিকেতনের বাসায় যান শাকিব। কিন্তু বাইরে থেকে তালা দেয়া থাকায় ছেলের সঙ্গে দেখা করতে পারেননি কিং খান।

ওই ঘটনার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাকিব। সাংবাদিকদের বলেন, ‘মা হিসেবে অপু বিগ জিরো। সন্তানের প্রতি যদি মায়া থাকতো তাহলে কাজের মেয়ের কাছে তাকে তালবদ্ধ অবস্থায় রেখে যেত না। তার বিরুদ্ধে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে