বুধবার, ০৬ ডিসেম্বর, ২০১৭, ০৯:৫৪:৪৭

২৫ রানে জিতল নাফিসার কুমিল্লা-নাসির বাহিনীর পরাজয়

২৫ রানে জিতল নাফিসার কুমিল্লা-নাসির বাহিনীর পরাজয়

স্পোর্টস ডেস্ক: বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স।  টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সিলেট।  নির্ধারিত ২০ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৭০ রান করে কুমিল্লা।

কুমিল্লার ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ভালো না হলেও  লিটন ৪৩ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় সর্বোচ্চ ৬৫। স্যামুয়েলসের ৪৩ বলে পাঁচটি চারও দুটি ছক্কায় ৫৫ রান।  এবং শেষ দিকে ম্যাচের থাকা অধিনায়ক শোয়েব মালিক ঝড়ো ব্যাটিংয়ে ১৮ বলে একটি চার ও দুটি ছক্কায় অপরাজিত ২৮ রানের সাহায্যে ১৭০ রান করে কুমিল্লা। ।

অধিনায়ক তামিম ইকবাল বিশ্রামে থাকায় ওপেন করতে নামা জস বাটলার তিন রানেই ফিরে যান।  সাত করে প্যাভিলিওনে ফেরেন ইমরুল কায়েস।  তবে তৃতীয় উইকেট জুটিতে দুর্দান্ত পার্টনারশিপ গড়েন আরেক ওপেনার লিটন দাশ ও মারলন স্যামুয়েলস।

সিলেট বোলারদের মধ্যে একটি করে উইকেট পান নাবিল সামান, নাসির হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও রস হুইটলি। কুমিল্লার ১৭০ রান তারা করতে নেমে ২০ ও ভারে ১৪৫ রান করে সিলেট। ফলে ২৫ রানে জিতল নাফিসার কামালের কুমিল্লা।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে