বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৯:০২:১৯

‘হুমায়ুন ফরিদীর পর অভিনেতা হিসেবে বাবু ভাই সেরা’

‘হুমায়ুন ফরিদীর পর অভিনেতা হিসেবে বাবু ভাই সেরা’

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন অভিনেতা ফজলুর রহমান বাবু। ছোটপর্দার প্রিয় মুখ তিনি। তবে বড় পর্দায়ও তিনি সমান জনপ্রিয়। মনপুরা, অজ্ঞাতনামার মতো সিনেমাগুলোতে তার অভিনয় বাঙালি দর্শকের চোখে বহুদিন লেগে থাকবে।

‘হুমায়ুন ফরিদীর পর জীবিতদের মধ্যে আমার চোখে শ্রেষ্ঠা অভিনেতা ফজলুর রহমান বাবু।’-সম্প্রতি ফজলুর রহমান বাবুকে নিয়ে ‘বুমেরাং’ নামের একটি নাটক এবং পূর্ববর্তী নাটকের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এভাবেই তার সম্পর্কে বলছিলেন তরুণ নির্মাতা বান্টি আফজাল।

রাজধানীর বিভিন্ন লোকেশনে গত ২৭ ও ২৮ নভেম্বর ‘বুমেরাং’ নাটকটির চিত্রায়ন সম্পন্ন করেছেন বান্টি। এই নাটকে একজন ড্রাইভার হিসেবে অভিনয় করেন ফজলুর রহমান বাবু। নাটক সিনেমায় তার ভার্সেটাইল চরিত্রের প্রশংসা করতে গিয়ে নিজের অভিজ্ঞতা থেকে এই নির্মাতা বলেন, বুমেরাং-এর আগেও বাবু ভাইয়ের সঙ্গে কাজ করেছি। উনি খুবই কো-অপারেট করা একটা মানুষ। স্ক্রিপ্ট পড়ে তিনি শুটিংয়ে আসেন। উনার পরিমিতিবোধ অসাধারন। আমি ব্যক্তিগতভাবে হুমায়ুন ফরীদির পর জীবিত অভিনেতাদের মধ্যে বাবু ভাইকে শ্রেষ্ঠ মনে করি।

অন্যদিকে ‘বুমেরাং’ নাটকটি নিয়ে নির্মাতা জানান, এটি মূলত শহুরে জীবনে সন্তান পালনে দুই কর্মজীবী নারী-পুরুষের দ্বন্দ্ব নিয়ে নির্মিত একটি নাটক। যেখানে দেখা যায় কর্মজীবী এই নারী-পুরুষ তাদের বাচ্চাকে সময় দিতে পারছেন না। বিষয়টা প্রথম দৃষ্টিগোচর হয় সন্তানটির বাবা বাবা শোয়েবের। সে তার স্ত্রী’র সাথে আলোচনা করে তাকে চাকরি ছেড়ে দিতে বলে। এবং বাচ্চার দেখাশোনা করতে বলে। কিন্তু এমন অবস্থায় স্ত্রী নাতাশা উল্টো স্বামীকে জিজ্ঞেস করে সে নিজে কেন সেটা করছে না? আর এ নিয়ে শুরু হয় তাদের দুজনের মধ্যে ক্রাইসিস। বাড়তে থাকে দাম্পত্য কলহ। কিন্তু ছেলেকে সময় দেয়ার সমস্যা সমাধান হয় না। এক পর্যায়ে স্ত্রীকে চাকরি ছাড়তে বাধ্য করতে গোপন এবং একটি অদ্ভুত পরিকল্পনা করেন শোয়েব। আর সেটা গাড়ির ড্রাইভারের সাথে। যে চরিত্রে অভিনয় করেন বাবু। শেষ পর্যন্ত কি অদ্ভুত পরিকল্পনা কার্যকর হবে, নাকি ভেস্তে হবে সকল পরিকল্পনা? এমন প্রশ্নের সমাধান করতে হলে দেখতে হবে বুমেরাং।

যদিও এখনো নাটকি কোথায় দেখাবেন তা ঠি করেননি নির্মাতা। এ বিষয়ে তিনি জানান, খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি সম্প্রচার হবে।

‘হাফপ্যান্ট সিনেমা ফ্যাক্টরী’-প্রযোজিত নাটকটিতে বাবু ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নওরীন হাসান খান জেনি, তপন মজুমদার, আকিরা আফ্রোদিতি।

এরইমধ্যে কথায় কথায় বান্টি জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। নাট্য নির্মাতা থেকে শিগগির সিনেমা নির্মাতা হওয়ার আনন্দ সংবাদ জানিয়ে তিনি বললেন,সামনের বছরে সিনেমা ধরবো। নব্বই দশকের টিনেজ ছেলে-মেয়ের রোমান্টিক একটি গল্প নিয়ে সিনেমা করবো। টিনেজ দুই ছেলে মেয়ের গল্প নিয়ে সিনেমা করবো। এর বেশীকিছু আপাতত জানাচ্ছি না। ফেব্রুয়ারিতে আমরা আনুষ্ঠানিক ঘোষণা দিব।-চ্যানেল আই
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে