বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০১৭, ১০:১৭:৪১

মেহজাবিনকে বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন সজল

মেহজাবিনকে বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন সজল

বিনোদন ডেস্ক : জুটি হয়ে কাজ করলে নাটক, সিনেমা যেই মাধ্যমই হক না কেন গুজব ছড়ায়। যদিও এর মাত্রা চলচ্চিত্রে বেশি থাকে তবে ছোট পর্দাও একেবারে আওতামুক্ত নয়। এদিকে কয়েকদিন ধরে একটি নাটকের কাহিনীকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদে মিডিয়ায় আলোচনার খোরাক তৈরি হয় বিয়ে করেছেন সজল- মেহজাবিন।

তবে এ নিয়ে কেউ বিচলিত না হলেও গুজব ডালপালা ছড়াতে থাকে যখন শোনা যায় সজল বাস্তব জীবনেও বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের বিষয়ে সজল বলেন, ‘এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে আলোচনা চলছে। খুব দ্রুতই হয়ত ভালো খবর দিতে পারবো।’

হবু বউ কে হচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেটা এখনই বলা যাচ্ছে না। তালিকাটি পরিবারের কাছে। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এদিকে মেহজাবিনকে বিয়ের গুঞ্জন নিয়ে সজলের উত্তর, এটা ঢাহা মিথ্যে কথা। আসলে মেহজাবিন আমার তালিকাতেই নেই। সে আমার ভালো কো- আর্টিস্ট। আমাদের বোঝাপড়াটাও ভালো। তারসঙ্গে আমি কাজ উপভোগ করি। এর বাইরে কিছু নয়।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে