বিনোদন ডেস্ক : ‘আমি মা হতে চাই!’ সোশ্যাল সাইটেই নিজের ইচ্ছার কথা জানালেন অনিতা হাসনান্দানি৷ দীর্ঘদিন ধরে চলতে থাকা জল্পনার অবসান করলেন ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’ সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অনিতা৷
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অনিতা তার ভাইপোর ছবি পোস্ট করেন৷ সেই ছবির ক্যাপশানেই অভিনেত্রী তার ইচ্ছার কথা জানান৷ বলি দুনিয়ার অন্যতম নজরকাড়া জুটি অনিতা হাসনান্দানি এবং রোহিত রেড্ডি৷ চার বছর আগে অনিতা গাঁটছড়া বেঁধেছিলেন রোহিত রেড্ডির সঙ্গে৷
সুখী দাম্পত্য জীবনের অন্যতম উদাহরণ এই জুটি৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার নিজের ভাইপোর ছবি পোস্ট করে স্বামীকে ট্যাগ করেন অনিতা৷ আর সেখানেই তার মনের মধ্যে থাকা সুপ্ত ইচ্ছের কথা জানান তিনি৷
কয়েকমাস আগেই অনিতার গর্ভবতী হয়ে পরার একটি গুজব শোনা যাচ্ছিল কানাঘুষো৷ কিন্তু সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তারা জানিয়ে দিয়েছিলেন যে, এটি একেবারেই মিথ্যে৷ কিন্তু মনে মনে যে তারা দুজনেই চাইছেন মা বাবা হতে।
সেই চাওয়া এই পোস্টটির মাধ্যমে স্পষ্ট হল অবশেষে৷ এরপরই বিভিন্ন মহল থেকে তার কাছে একের পর এক ফোন আসতে থাকে৷ অনিতা সকলের কাছেই অকপটে তার এই ইচ্ছার কথা স্বীকার করে নিয়েছেন৷
এমটিনিউজ/এসএস