শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০১৭, ০৩:১৮:১৬

আমির খানের হারিয়ে যাওয়া সেই নায়িকা এখন কোথায়, জানেন?

আমির খানের হারিয়ে যাওয়া সেই নায়িকা এখন কোথায়, জানেন?

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকে বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের মধ্যে তিনি একজন ছিলেন। মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন দাপটের সঙ্গে। তবে আমির খানের সঙ্গে তার একটি সিনেমা ভীষণ সাফল্য লাভ করে, যে কারণে তিনি আজও জনপ্রিয়। সেই সিনেমার একটি গান আজও মুখে ফেরে দর্শকদের। নিষ্পাপ চেহারার মিষ্টি মেয়ে, যিনি কিনা আমির খানের নায়িকা ছিলেন, তার নাম আয়েশা জুলখা। আজকাল তিনি কোথায়, কী করছেন- জানেন পাঠক?

সম্প্রতি মুম্বই মিরর থেকে পাওয়া খবর অনুযায়ী, তিনি ফিরছেন বড়পর্দায়। পরিচালক অনিল শর্মার আগামী ছবিতে দেখা যাবে আয়েশাকে। এই প্রসঙ্গে আয়েশা বলেন, ‘আমি অভিনয় করার জন্য প্রস্তুত নই। তবে পরিচালক অনিল জোর করছেন। আমার চরিত্রটি এক স্বাধীন নারীর। মেয়ের সঙ্গে তার বন্ধুর মতো সম্পর্ক। চরিত্র পছন্দ হওয়ায় অভিনয় করতে রাজি হলাম।’

আয়েশার দাবি, কোনদিন তিনি বলিউডের নায়িকাদের সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন না। তাই খুব কম কাজ করেছেন। আর এখন তার বয়স অনুযায়ী যে চরিত্র পেয়েছেন তাতেই তিনি খুশি। ১৯৯১ সালে মুক্তি পায় আলোচিত সিনেমা ‘জো জিতা ওহি সিকান্দার’। সিনেমাটিতে আমিরের নায়িকা ছিলেন আয়েশা জুলখা। সে সময় ধারাবাহিকভাবে তিনি হিট-সুপারহিট ছবি উপহার দিচ্ছিলেন এই নায়িকা। ১৯৯৫ সালের পর থেকে বলিউড থেকে হারিয়ে যান তিনি। মাঝে বিভিন্ন গ্রুপ থিয়েটারেও অভিনয় করছিলেন। কিন্তু গত ১০ বছরে বলিউড থেকে অভিনেত্রী নামটাকে মুছে ফেলেছিলেন আয়েশা।-ইন্ডিয়া টুডে
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে