শনিবার, ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৫:৪২

পরকালেও কি ডিভোর্সের সিস্টেম আছে?

পরকালেও কি ডিভোর্সের সিস্টেম আছে?

বিনোদন ডেস্ক: ২০১২ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টারে প্রথম রানার আপ হয়ে মিডিয়ায় ভালোভাবেই কাজ শুরু করেছিলেন প্রসূন আজাদ। গতবছর হঠাৎ করেই তার পথচলায় খানিকটা ছন্দপতন হয়। তার উপর এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করে ডিরেক্টর গিল্ডস ।

সব কিছু ছাপিয়ে চলতি বছরের অক্টোবরে তিনি আলোচনায় উঠে আসেন ডিভোর্সের খবরে। তার বিয়ের খবরই দেশের মানুষ জানতো না, সেখানে ডিভোর্সের খবর। গোপনে বিয়ের এক বছর পার হওয়ার পর জনসম্মুখে যখন বিয়ের খবর প্রচার হয় তখন সে সম্পর্কের পাট চুকে যাচ্ছে।

এর মধ্যে নিষেধাজ্ঞার বেড়াজাল ডিঙিয়ে কাজ শুরু করেছেন কিছুদিন আগেই। তবে, ডিভোর্সের পর প্রসূনের মনের ক্ষত কতটা কমেছে সেই হিসেব করা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু পোস্ট ভক্তদের মনে প্রশ্ন জাগায়। পরকালেও কি ডিভোর্সের সিস্টেম আছে?

কখনও তিনি জিজ্ঞাসা করছেন পরকালেও বিবাহ বিচ্ছেদ হয় কি না। কখনও বা পৃথিবীর কাছে এমন কোন উন্মাদনা চাচ্ছেন যা অর্থের বিনিময়ে কেনা যায় না। আবার কখনও সহজ কথা সহজে বলতে না পারার অপারগতা প্রকাশ করছেন।

প্রসূনের এসব পোস্ট ভক্তদের মনে কৌতুহল জাগাচ্ছে, প্রশ্ন তৈরি করছে- আসলে কেমন আছেন প্রসূন? আসলেই ভালো আছেন? নাকি ভালোবেসে করা বিয়ের বিচ্ছেদ তাকে পুড়িয়ে মারছে? যদিও এসব বিষয়ে আপাতত মাথা ঘামাচ্ছেন না বলে চ্যানেল আই অনলাইনকে বললেন বহুল প্রতীক্ষিত ‘মৃত্যুপুরী’ চলচ্চিত্রের নায়িকা প্রসূন। বর্তমানে তিনি কাজ নিয়েই ব্যস্ত থাকতে বেশী আগ্রহী।
৯ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে