শনিবার, ০৯ ডিসেম্বর, ২০১৭, ১২:৫৯:০৭

অপু নতুন করে জালিয়াতির আশ্রয় নিতে যাচ্ছে: শাকিব খান

অপু নতুন করে জালিয়াতির আশ্রয় নিতে যাচ্ছে: শাকিব খান

বিনোদন ডেস্ক: গত ২২ নভেম্বর অপু বিশ্বাসকে আইনজীবীর মাধ্যমে তালাকনামা পাঠায় শাকিব।  আর তাই নিয়েই নানা আলোচনা -সমালোচনা গুঞ্জনের শেষ নেই।  আবার শাকিব-অপুর ডিভোর্স ঝড় শেষ না হতেই নতুন করে শুরু হলো তাদের দেনমোহর বিতর্ক।

শাকিব আর তার আইনজীবী বলছেন, কাবিননামায় দেনমোহর হিসেবে উল্লেখ রয়েছে ৭ লাখ ১ টাকা।  আর অপুর দাবি, ১ কোটি ৭ লাখ টাকা।  শাকিবের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘অপু নতুন করে জালিয়াতির আশ্রয় নিতে যাচ্ছে।  ৭ লাখ ১ টাকাকে সে উল্টে ১ কোটি ৭ লাখ টাকা বানাতে চাইছে।  দেনমোহর যদি ১ কোটি টাকাও হয় এরপর ভাঙা টাকা হিসেবে ৭ লাখ টাকা কেমন করে হবে।  নিশ্চয়ই একটি রাউন্ড ফিগার হওয়ার কথা।  তার এই জালিয়াতির অপরাধে তাকে আইনগতভাবে শাস্তি পেতে হবে।

অপু বলছেন, যদিও আমার কাছে কাবিননামার কোনো কপি নেই, তারপরও মনে পড়ছে কাবিননামায় ১ কোটি ৭ লাখ টাকাই উল্লেখ ছিল।  আমাকে ডিভোর্স দিলে এই অঙ্কের টাকাই দিতে হবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে