শনিবার, ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৪:১৬:৩১

বিরাট কোহলির আগে যে নায়কের সঙ্গে সম্পর্ক ছিল অনুষ্কার

বিরাট কোহলির আগে যে নায়কের সঙ্গে সম্পর্ক ছিল অনুষ্কার

বিনোদন ডেস্ক : বিরাট কোহলির সঙ্গে অনুষ্কা শর্মা র সম্পর্কের কথা তো এখন সকলেরই জানা। দিন দু'য়েক ধরে ইতালিতে তাদের বিয়ে নিয়েও জল্পনা চলছে জোরকদমে। তার মধ্যেই অনু্ষ্কা সম্পর্কে প্রকাশ্যে এলো এক নতুন তথ্য। বিরাটের আগে নাকি এক বলিউডি নায়কের সঙ্গে সম্পর্ক ছিল অনুষ্কার।

জানেন, কে সেই নায়ক? বিরাটের আগে যাকে বিয়ে করবেন বলে ভেবেছিলেন অনুষ্কা? বলি মহলে গুঞ্জন, বিরাটের আগে নাকি রণবীর সিংয়ের প্রেমে পড়েছিলেন অনুষ্কা। ২০১০ সালে 'ব্যান্ড বাজা বারাত' ছবির সেটে নাকি তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল।

ওই ছবিতে ওয়েডিং প্ল্যানারের চরিত্রে অভিনয় করেছিলেন এই জুটি। তাদের কেমিস্ট্রিও পছন্দ হয়েছিল দর্শকদের। রণবীর-অনুষ্কার প্রেমের গুঞ্জনে যখন সরগরম ইন্ডাস্ট্রি, সে সময় অনুষ্কাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। অনুষ্কা মজা করে বলেন, 'জানেন, ওর সঙ্গে কেন ডেট করিনি? ও বাজে ছেলে।' তবে এই মন্তব্যের পরেও বেশ কিছুদিন চলেছিল এই গুঞ্জন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে