বিনোদন ডেস্ক : বাহুবলী অর্থাৎ প্রভাস সম্প্রতি তার গোপন ক্রাশের কথা বলেছেন। তিনি হলেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন। সম্প্রতি, হায়দ্রবাদে রবিনার সাথে প্রভাসের সাক্ষাৎ হয়। রবীনা তার স্বামীর সাথে এখানে পুরানো বন্ধুর সাথে দেখা করার জন্য এসেছিলেন।
প্রভাস জানিয়েছেন, তিনি রবিনার অনেক বড় ভক্ত প্রভাস। রবিনার সাথে অনেক সেল্ফিও নিয়েছেন। প্রভাসের সিনেমা বাহুবলির ডিস্ট্রিবিউটার ছিলেন রবিনার স্বামী অনিল তদানী।
বাহুবলির অভিনেতা এবং প্রস্তুতকারকরা বেশ ঘনিষ্ঠ বন্ধু এবং তারা হায়দ্রাবাদের একটি দলের অংশ। যখনই তারা মুম্বাই আসে তারা অনিল এবং রবিনার সাথে সাক্ষাত্ করেন। যখন চলচ্চিত্রের প্রযোজক এবং রানা দাগুবতী প্রথমবার অনিল-এর সঙ্গে সাক্ষাত করেন, তখন তারা অনিলকে জানান যে প্রভাস রবিনার ফ্যান।
প্রভাস এখন সাহো শুটিং করছেন এই ছবিতে, তার বিপরীতে শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে। এই চলচ্চিত্রটি তেলেগু, হিন্দি, তামিল ও মলয়ালাম ভাষায় তৈরি হবে।
এমটিনিউজ/এসএস