বিনোদন ডেস্ক : ঢালিউডের চিত্রনায়িকা অপু বিশ্বাস বেশ অস্থির সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন । নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে যে জটিলতায় তিনি পড়েছেন; মনে মনে তার একটা সমাধানই হয়তো খুঁজছেন নায়িকা। তবে এত কিছুর পরও ভেঙে পড়েননি অপু। যেন সবকিছুই স্বাভাবিকভাবে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন তিনি।
শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমনটাই জানিয়েছেন অপু। নিজের একটি হাস্যোজ্বল ছবি পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, জীবনে ভালো সময় এবং খারাপ সময় আসবে, মেনে নিতেই হবে ....।
অপুর ওই পোস্টে তার ভক্তরাও যেন তাকে সাহস জুগিয়ে চলেছেন। অপুর ফেসবুক পোস্টের নিচে এ নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন তারা। নানা জটিলতার পর গত ২২ নভেম্বর অপুর নিকেতনের বাসার ঠিকানায় ডিভোর্সের চিঠি পাঠান শাকিব খান। এই চিঠির পরই শাকিব-অপু সম্পর্কে নতুন মোড় নেয়। শাকিব খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে বিস্তারিত জানাতে অবশ্য ভক্ত, সাংবাদিকদের কাছে সময় চেয়েছেন অপু বিশ্বাস।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস