শনিবার, ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৭:০৮:৫১

বিরাট-অনুষ্কার গোপন বিবাহ অনুষ্ঠানে কেন বাদ পড়লেন ধোনি?

বিরাট-অনুষ্কার গোপন বিবাহ অনুষ্ঠানে কেন বাদ পড়লেন ধোনি?

বিনোদন ডেস্ক: মিডিয়াকে মিসলিড করে বিয়ের ফাঁদ পেতেছিলেন বিরাট-অনুষ্কা। শেষরক্ষা হল না। এবার ফাঁস হয়ে গেল নিমন্ত্রিতদের তালিকাও। সেখানে নেই ধোনির নাম!

মাঝে আর মাত্র দু’টো দিন। তার মধ্যেই দিল্লি আর মুম্বই থেকে গুটি গুটি সেলিব্রিটিরা পাড়়ি দিচ্ছেন মিলান। সব্বাইকে এড়িয়ে। এমনই জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। মিলানে উপস্থিত থাকবেন দু’পক্ষের পরিবার। জানা গিয়েছে, প্রায় তিন চার মাস আগে থেকেই পুরোহিতকে ঠিক করা হয়ে গিয়েছিল। বাড়ি থেকে কথা শুরু হয়ে গিয়েছে অনেক আগেই।

আজই পাড়ি দিচ্ছেন সচিন তেন্ডুলকর ও যুবরাজ সি‌ংহ। থাকছেন না ধোনি। কারণটা নিয়ে জল ঘোলা করার দরকার নেই। ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে কাল থেকে। তাই বাকি টিম ইন্ডিয়াকে সেখানেই উপস্থিত থাকতে হবে। অবশ্য কোহলির কোচ রাজকুমার শর্মা।

প্রশ্নটা বাকি থাকে, অনুষ্কার দিক থেকে থাকছেন কারা? অনুষ্কাও কিন্তু ভোলেননি শিকড়। তাঁর প্রথম ব্রেক ‘রব নে বনা দি জোড়ি’ (২০০৮)-র নায়ক শাহরুখ খানকে নেমন্তন্ন করতে ভোলেননি। থাকতে পারেন ইমতিয়াজও। থাকছেন ‘ব্যান্ড বাজা বারাত’ (২০১০) ছবির পরিচালক মনীশ শর্মা। আসছেন অনুষ্কার ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ও। তবে বেশ বড়সড় একটা রিসেপশন পার্টি অবশ্যই হতে চলেছে মুম্বইয়ে। মোটামুটি জানা যাচ্ছে, ডিসেম্বরের ২১ বা ২২ তারিখে হবে এই অনুষ্ঠান।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে