শনিবার, ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৭:১৪:১৬

ঢাকা আসছেন মাধুরী দীক্ষিত

ঢাকা আসছেন মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক: হোয়াইট সেন্ড রিসোর্ট নামের একটি নতুন পাঁচ তারকা হোটেলের প্রচারণার জন্য প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি পুরনো ঢাকার ওয়ারী কমিউনিটি সেন্টারে সোহানা গ্রুপের আয়োজনে ‘হোয়াইট সেন্ড রিসোর্ট ভ্যাকেশন ফেয়ারে’ এই ঘোষণা দেয়া হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন বছরের জানুয়ারিতে তিনদিনের এই ভ্যাকেশন ফেয়ারের সমাপনী দিনে হাজির হবেন রূপালী দুনিয়ার একঝাক তারকা।

আর ১৯ জানুয়ারি বলিউডের মাধুরী দীক্ষিত সেই আয়োজনে পারফর্ম করবেন। সোহানা গ্রুপের পরিচালক ফারিয়া মাহবুব পিয়াসা বলেন, মাধুরী দীক্ষিত পারফর্মের জন্য ও হোয়াইট সেন্ড রিসোর্ট ভ্যাকেশন ফেয়ারের প্রচারণায় ঢাকায় আসবেন। আশা করছি আয়োজনটি সফল হবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে