শনিবার, ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৭:২৫:১১

বিপিএলের ফাইনাল ম্যাচে মাঠ থাকবেন জায়েদ-পরীমনি

বিপিএলের ফাইনাল ম্যাচে মাঠ থাকবেন জায়েদ-পরীমনি

বিনোদন ডেস্ক: বিপিএল উন্মাদনায় ভাসছে দেশ। দুদিন পরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ। ম্যাচটি উপভোগ করতে মাঠে থাকবেন রূপালি জগতের মানুষ চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা পরীমনি। তাদের সঙ্গে ‘অন্তর জ্বালা’ সিনেমার কলাকুশলীরাও থাকবেন বলে জানা গেছে। মূলত সিনেমাটির প্রচারণার জন্য মাঠে থাকবেন তারা।   

আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে জায়েদ-পরী অভিনীত ‘অন্তর জ্বালা’। সিনেমাটি পরিচালনা করেছেন মালেক আফসারি। সবকিছু ঠিক থাকলে ১৭৫টি সিনেমা হলে মুক্তি পেতে পারে এই সিনেমা। মুক্তির আগেই আলোচনায় এসেছে ‘অন্তর জ্বালা’।

সিনেমাটি পরিবেশনার দায়িত্বে রয়েছে নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র। জায়েদ-পরী ছাড়াও এতে অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বদ্দা মিঠু, মিজু আহমেদ, অমিত হাসান প্রমুখ।‘অন্তর জ্বালা’র দুটি গান এবং ট্রেইলার ইউটিউবে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে