রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:৩২:৪১

বিস্ময় প্রকাশ করে শাকিব বললেন ‘এটা ঠিক হচ্ছে না’

বিস্ময় প্রকাশ করে শাকিব বললেন ‘এটা ঠিক হচ্ছে না’

বিনোদন ডেস্ক : ডিভোর্স লেটারে শাকিব খানের দেখানো দুই কারণে বিস্মিত হয়েছিলেন অপু বিশ্বাস। এবার বিয়ের কাবিননামায় অপুর উল্লেখ করা দেনমোহরের অঙ্ক নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন শাকিব খান। শাকিব ও তার আইনজীবী বলছেন, কাবিননামায় দেনমোহর হিসেবে উল্লেখ রয়েছে ৭ লাখ ১ টাকা। আর অপুর দাবি, ১ কোটি ৭ লাখ টাকা। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে অপুর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগও তুলেছেন শাকিব।

বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, অপু নতুন করে জালিয়াতির আশ্রয় নিতে যাচ্ছে। এটা ঠিক হচ্ছে না। দেনমোহরের টাকা নিয়ে এখন অপু নতুন বিতর্ক সৃষ্টি করছে। ৭ লাখ ১ টাকাকে সে উল্টো ১ কোটি ৭ লাখ টাকা বানাতে চাইছে। দেনমোহর যদি ১ কোটি টাকাও হয় এরপর ভাঙা টাকা হিসেবে ৭ লাখ টাকা কেমন করে হবে। নিশ্চয়ই একটি রাউন্ড ফিগার হওয়ার কথা। তার এই জালিয়াতির অপরাধে তাকে আইনগতভাবে শাস্তি পেতে হবে।

শাকিব খান আরো বলেন, অনেক সেলেব্রিটির জীবনে বিচ্ছেদ এসেছে। আর এজন্য জল ঘোলা করেনি কেউ। আমিও চাই না অপু এমন কিছু করুক। আর আমার ছেলে বড় হয়ে বাবা ও মা সম্পর্কে খারাপ কোনো কথা জানুক এটাও আমি চাই না। আমি চাই আমার ছেলেকে নিয়ে দেশ-বিদেশ ঘুরতে। ভালো সময় কাটাতে।

শাকিব খান বলিউড তারকা হৃতিক রোশন ও সুজান খানের ডিভোর্সের পরেও ভালো সম্পর্কের কথাও উল্লেখ করে বলেন, হৃতিক রোশন ও সুজান খানের ডিভোর্সের পরও তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। সন্তানকে জন্মদিনে এখনো বাইরে ঘুরতে নিয়ে যাওয়াসহ ঠিকমতো সময় দেন হৃতিক। আরো অনেক সেলেব্রিটির জীবনে ডিভোর্সের পরও সুসস্পর্ক রয়েছে। ডিভোর্স মানে তো আমরা দুজন দুজনের শত্রু হয়ে যাব না। ভালো সম্পর্ক চাইলে তো রাখা যায়। এ বিষয়টি নিয়ে আরো বেশি কাদা ছুড়োছুড়ি হোক- এটা আর চাই না।-এমজমিন
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে