রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭, ০১:০০:০৩

'কলকাতার সিনেমার দাঁত ভেঙে দিয়েছে বাংলাদেশের দর্শক'

'কলকাতার সিনেমার দাঁত ভেঙে দিয়েছে বাংলাদেশের দর্শক'

বিনোদন ডেস্ক: সাফটা চুক্তির কড়া সমালোচনা করে গেল জুলাইয়ে চিত্রনায়ক ওমর সানি তার ফেসবুকে স্ট্যটাস দিয়েছিলেন। বলেছিলেন, সাফটা চুক্তিকে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রির ‘সাপ’। শিগগিরই এ চুক্তিটি বাতিল করা উচিত।

এখানেই শেষ নয়, ওমর সানি এ চুক্তি বাতিলের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করেছিলেন। নতুন করে আবার গতকাল রাতে ওমর সানী ভারতীয় ছবির বিপক্ষে কথা তুলেছেন। তিনি বলেছেন, ‘চলচ্চিত্রকে আগেও ভালোবেসেছি, এখনো ভালোবাসি। যতদিন বাচঁবো ভালোবেসেই যাবো।’

চলচ্চিত্র নিয়ে ওমর সানী তার ভাবনা উল্লেখ করে বলেন, ‘প্রথমত, একসময় কলকাতার ছবি নিয়ে খুব চিন্তিত ছিলাম। কিন্তু এখন ভাবছি আর চিন্তা করবো না। কারণ, ওদের ছবিগুলোর ৩২টি দাঁত ভেঙে দিয়েছে আমাদের দেশের দর্শকরা। দর্শকরা বুঝিয়েছে কলকাতার ছবি তাদের পছন্দ না। তাহলে বন্ধ হোক সে ছবি।’

তিনি আরো বলেন, ‘তৌকীর আহমেদকে আমি খুব বড়মাপের একজন পরিচালক হিসেবে দেখছি, খুবই বড় মাপের। এগিয়ে যাক হালদা। জয় হোক বাংলা চলচ্চিত্রের। জয় হোক হালদা’র। জয় হোক তৌকীর আহমেদের।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে