রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭, ০৭:১৫:৫৪

এবার অপুর পক্ষ নিয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন সেই তমা খান!

এবার অপুর পক্ষ নিয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন সেই তমা খান!

বিনোদন ডেস্ক: সম্প্রতি বিনোদন জগতের  শীর্ষ খবর হচ্ছে অপু-শাকিবের বিচ্ছেদ।  শাকিব যখন থেকে অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠাই তখন থেকেই গণমাধ্যম একের পর এক খবর প্রকাশ করতে থাকে। সারাদেশে এখন একটাই কথা শাকিব কেন একটি বাচ্চাকে রেখে বিচ্ছেদের মত একটি জঘণ্য কাজের সিদ্ধান্ত নিল।

এই নিয়ে  শাকিব-অপুর সহকর্মীরাও কথা বলছেন। এদিকে সদ্য বিচ্ছেদ হওয়া মেন্টাল ছবির পরিচালক রনির স্ত্রী তমা খান অপু বিশ্বাসের পক্ষ নিয়ে নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দেয়। একটু আগে দেখলাম তিনি অপু বিশ্বাসের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন।

তিনি এই বিষয়ে ফেসবুকে পোস্ট দিতে গিয়ে লিখেছেন, ‘মোহরানার টাকা আর চরিত্র নিয়ে কথা বলায় আজকে আমার গা জ্বলে যাচ্ছে। এই সমস্ত ভণ্ডামি মেনে নেয়া যায় না! আমিও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয়া, আমাদের মিল করিয়ে দিবেন ওটা কোনোদিনও আর হবে না। কারুর পক্ষ থেকেই না! (ভাগ্যিস আমার কোনো সন্তান নেই।

আমি কেবল আমার প্রাপ্য সম্মানটুকু চাই আর মিথ্যা শুনে শুনে আমার মনোবল হারাতে চাই না। আর বিচার করতে চাইলে সেটা তো আপনার মানবিকতা। হেল্প মি ডিয়ার প্রাইম মিনিস্টার আপা’’।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে