রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৯:৩৯

শেষ সময় রাত ১০টা, সাড়ে নয়টার পরে গেলে খেলা হবে সুপার ওভারে!

 শেষ সময় রাত ১০টা, সাড়ে নয়টার পরে গেলে খেলা হবে সুপার ওভারে!

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে বিপিএলের অতি গুরুত্বপূর্ণ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা ডায়নামাইটসের মধ্যকার ম্যাচটি।  টসে হেরে ব্যাট করতে নেমে রংপুর ৭ ওভার ব্যাট করার পরই বৃষ্টি নামে।  যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে করে আজ আবার খেলা শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।

ক্রিকইনফোর রিপোর্টে বলা হয়েছে, বিপিএলের গভর্নর কাউন্সিল এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রেখেছে কিনা তা নিশ্চিত নয়।  তবে আজকের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে আগামীকাল ম্যাচটি হতে পারে।  অবশ্য এই পর্যায়ে তা স্পষ্ট নয়।

এরপর এও বলা হয়েছে ৯ টা ৩০মিনিট এর আগে খেলা শুরু করতে পারলে খেলা হবে ৫ ওভারে আর যদি ৯ঃ৩০ থেকে থেকে রাত ১০টার মধ্যে খেলা শুরু করতে পারলে খেলা হবে সুপার ওভারে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে