রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭, ০৯:৫৬:৩৫

নাটকে সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী অপর্ণা ঘোষের মর্মান্তিক মৃত্যু!

নাটকে সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী অপর্ণা ঘোষের মর্মান্তিক মৃত্যু!

বিনোদন ডেস্ক: রাজধানীর উত্তরায় ১৩ নাম্বার সেক্টরে অভিনেত্রী অপর্ণা ঘোষের চলমান বাইককে পিছন থেকে পরিকল্পিত ভাবে ধাক্কা দেয় একটি ট্রাক এবং ঘটনাস্থলে অপর্ণা ঘোষের মৃত্যু ঘটে। পরিকল্পিত এই মৃত্যুর দৃশ্যটি নিপুণভাবে ধারণ করা হয় মেধাদীপ্ত নবীন নির্মাতা সেলিম রেজা রচিত এবং পরিচালিত নীল কাদা অাবরণ নাটকে।

বর্তমান সমাজ ব্যবস্থা, আবাসন ব্যবসার বর্তমান চিত্র এবং একটি পরিবারের আপনজন হারানোর আর্তনাদ তুলে ধরা হয়েছে এই নীল কাদা আবরণ নাটকে।

আগামী ১৫ ডিসেম্বর রাত ৮ টায় আরটিভি প্রচারিত হবে নাটকটি। অপর্ণা ঘোষ ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন এফ এস নাঈম, আখন্দ জাহিদ, নমিতা দাস সহ আরও অনেকে।
এই নাটকে গল্পের মোড় ঘোরানো একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেতা রণ শাহরিয়ার।
এমটি নিউজ/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে