বিনোদন ডেস্ক : ফ্লাইটের মধ্যে অভিনেত্রীর শারিরীক হয়রানির ঘটনায় অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত। বিমানে বলিউড তারকার শ্লীলতাহানির প্রায় ২৪ ঘণ্টা অভিযুক্তকে ধরে মুখরক্ষা করল মুম্বাই পুলিশ। রবিবার অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আজ রাতে মুম্বাইয়ের একটি আবাসন থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
রুপোলি পর্দায় কুস্তির প্যাঁচে ছেলেদের কুপোকাত করতে বেশি সময় নেননি দঙ্গল গার্ল জায়রা ওয়াসিম। সেই জায়রাকেই কিনা এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হল। ফ্লাইটে তাকে সম্ভ্রমহানী চেষ্টা করা হয়েছে, এমনই অভিযোগের কথা শোনা গেল অভিনেত্রীর মুখে, ইনস্টাগ্রামে তারই আপলোড করা একটি ভিডিওতে।
কি হয়েছিল? জায়রার অভিযোগ, তিনি দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিলেন। বিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঠিক পিছনেই বসেছিল এক যুবক। সেই যুবক বারবারই আপত্তিজনক কাজ করার চেষ্টা করছিল জায়রার সঙ্গে। জায়রা, ফ্লাইট ক্রুকে জানানো সত্ত্বেও কোনোরম সহযোগিতা তাকে করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
তখন জায়রা ইনস্টাগ্রামে তিনি লেখেন, তার পিছনে এক ব্যক্তি বসে রয়েছে যে ফ্লাইটে কম আলো থাকার সুযোগ অশ্লীল কাজ করার চেষ্টা করছে। ওই ব্যক্তি তার পা জায়রার গলা এবং পিঠে ঘষে চলেছে। জায়রা এর বিরোধিতা করলেও একই কাজ বারবার করতে থাকে সে।
সমগ্র বিষয়টির একটি ভিডিও করারও চেষ্টা করেন জায়রা কিন্তু ফ্লাইটে আলো কম থাকায় তা সম্ভব হয়নি। জায়রা মুম্বাইয়ে পৌঁছে একটি লাইভ ভিডিও করেন। যেখানে তিনি কাঁদতে কাঁদতে সমগ্র বিষয়টি জানান। অনেকে সেখানে উপস্থিত থাকলেও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি বলে অভিযোগ জায়রারা।
অভিনেত্রীর দেওয়া ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় গোটা দেশে। অভিনেত্রীর শ্লীলতাহানির খবরে অস্বস্তিতে পড়ে বিমান সংস্থা। এই ঘটনায় জাতীয় মহিলা কমিশনের তরফেও রিপোর্ট চাওয়া হয়। প্রশাসনিক মহলে চাপ বাড়তে থাকায় নড়চড়ে বসে পুলিশ। অবশেষে আজ রাতে অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।
এমজমিন/এসবি