সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭, ১০:৫৮:৪৭

'গরুর চাপ আর ফুচকা বেশি ভালো লাগে'

'গরুর চাপ আর ফুচকা বেশি ভালো লাগে'

বিনোদন ডেস্ক: আমি ভোজনরসিক। খেতে অনেক পছন্দ করি। এ জন্য খাওয়ার বেলায় তেমন একটা বাছবিচার করি না। সব ধরনের খাবারই খেতে ভালো লাগে। আমার পছন্দের খাবারের তালিকায় রয়েছে পাস্তা আর দোসা। তবে গরুর চাপ আর ফুচকা বেশি ভালো লাগে। পছন্দের খাবার খেতে প্রায়ই বিভিন্ন রেস্টুরেন্টে যাই। একবার অস্ট্রেলিয়া গিয়ে সেখানকার একটি রেস্টুরেন্টে পিত্জা খেয়েছিলাম। নাম পেরি পেরি পিত্জা। খুবই মজা পেয়েছিলাম। সুইজারল্যান্ডে ওয়াইট সস, পাস্তা দিয়ে তৈরি পিত্জাও খেয়েছিলাম।

সেটাও বেশ মজার ছিল। এর বাইরে আরব দেশগুলোর কাবাব, থাই ফুড ভারতের ট্র্যাডিশনাল খাবার খেতে অনেক ভালো লাগে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে