বিনোদন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএলের পঞ্চম আসরের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। তাই বিপিএলের ফাইনাল খেলা দেখতে টানটান উত্তেজনা বিরাজ করছে ক্রিকেট ভক্তদের মনে। আর এই ভক্তদের আরো রাঙিয়ে দিতে কাল স্টেডিয়ামে থাকবে জনপ্রিয় চলচিত্র তারকা জায়েদ খান ও পরীমনি।
কিন্তু শুধুমাত্র খেলা দেখার জন্যই তারা যাচ্ছেন না। এর পেছনে রয়েছে এক ভিন্ন কারণে। আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে জায়েদ খান ও পরীমনি ‘অন্তর জ্বালা’ ছবিটি। মূলত এই প্রচারণার জন্য সেখানে হাজির হবেন তারা।
উল্লেখ্য, ছবির প্রচারণার এই ভিন্ন কৌশল এর আগেও করা হয়েছিল। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক কাপ চা’ ও গত বছরের ‘আয়নাবাজি’ সিনেমার টিমকে দেখা গেছে ক্রিকেট মাঠে। ছবির প্রচারণার জন্য সেখানে হাজির হয়েছিলেন তারা। এবার একই পথে হাঁটছে ‘অন্তর জ্বালা’।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস