মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭, ০৯:১৮:১৭

পার্টি ২০ তলায়, ৬ তলার ব্যালকনিতে ডাচ মডেলের বস্ত্রহীন লাশ!

পার্টি ২০ তলায়, ৬ তলার ব্যালকনিতে ডাচ মডেলের বস্ত্রহীন লাশ!

বিনোদন ডেস্ক: সম্পূর্ণ খোলামেলা অবস্থায় ব্যালকনিতে পড়ে পাওয়া গেল। ডাচ মডেল-কন্যা ইভানা স্মিতের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। পরিবারের দাবি, ইভানাকে খুন করা হয়েছে। যদিও পুলিশের বক্তব্য, কোনও অপরাধমূলক প্রমাণ মিলছে না।

১৮ বছর বয়সি ইভানা স্মিত নেদারল্যান্ডসের নামী মডেল। মালয়েশিয়ার কুয়ালামাপুরে একটি বিলাসবহুল আবাসনের ২০ তলায় চলছিল পার্টি। কিন্তু ইভানার নগ্ন লাশ পাওয়া গেছে ৬ তলার ব্যালকনিতে। পরিবারের দাবি, ইভানাকে ফেলে দেওয়া হয়েছে ২০ তলা থেকে।

কিন্তু পুলিশের বক্তব্য, ইভানার দেহে কোনও রকম অপরাধমূলক প্রমাণ খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশ্ন উঠছে, ঠিক কী ভাবে মৃত্যু হল অষ্টাদশী মডেলের। শরীরে কাপড়ই বা কেন ছিল না।
এমনকি জুতাও নেই।

ইভারা বাবা জানিয়েছেন, তাঁর মেয়ে সকাল সাড়ে ৭টা ২৫-এ বয়ফ্রেন্ডকে একটি মেসেজ ও সেলফি পাঠায় গত বৃহস্পতিবার। দুপুরে ৩ টার দিকে ইভানার লাশ উদ্ধার হয় ব্যালকনিতে।
এমটিনিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে