বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭, ০১:২৫:১৯

হায়দ্রাবাদে উৎসবের আমেজে শাকিব খান

হায়দ্রাবাদে উৎসবের আমেজে শাকিব খান

বিনোদন ডেস্ক: লাল-সাদা পাঞ্জাবী। সাদা পাজামা। গলায় রঙিন মাফলার। রঙ্গ ছড়ানো পরিবেশে সহশিল্পীদের সঙ্গে ঢোলকে বাড়ি দিচ্ছেন শাকিব খান। এমন উৎসব আমেজে ‘নোলক’ ছবির অফিসিয়াল পেজে প্রকাশিত হয়েছে শাকিব খানের নতুন গেট-আপ এর ছবি। আর তাতে পোস্ট হিসেবে ‘শীতলপাটি’ গানের কথা দেওয়া আছে।

‘শীতল পাটির পাতা হাসে, হাসে মাটির হাঁড়ি, আমন ধানের মাড়াই হাসে, হাসে তাঁতের শাড়ী’ এমন কথা নিয়েই তৈরি নির্মিতব্য চলচ্চিত্র ‘নোলক’ এর গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। ‘শীতলপাটি’ শিরোনামের গানটি লিখেছেন ফেরারী ফরহাদ, সুর করেছেন আহমেদ হুমায়ূন।

ছবিটি শীতলপাটি গানের দৃশ্যায়ণের সময়কার বলে হায়দ্রাবাদ থেকে জানান ছবির পরিচালক রাশেদ রাহা। ১ ডিসেম্বর থেকে হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছবিটির শুটিং শুরু হয়। শুটিংয়ের ষষ্ঠ দিন সন্ধ্যায় চলচ্চিত্রটির অফিসিয়াল ফেসবুক পেজ এ ফার্স্ট লুক প্রকাশিত হয়। হেডলাইট জ্বালানো বাইকে স্টাইলিশ ভঙ্গিতে বুড়ো আঙ্গুল তুলে রঙ্গিন চশমা পড়া শাকিব খান এর ফার্স্ট লুক আলোচনায় উঠে আসে।

২৫ ডিসেম্তাবর পর্যন্ত চলচ্চিত্রটির শুটিং চলবে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তার চার ছবির নায়িকা ববি। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করছেন মৌসুমী, ওমরসানী, শহীদুৃল আলম সাচ্চু প্রমুখ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে