বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭, ১১:০২:১৭

গুগল সার্চে ঢাকাই ছবির একমাত্র নায়িকা বুবলী

গুগল সার্চে ঢাকাই ছবির একমাত্র নায়িকা বুবলী

বিনোদন ডেস্ক : ২০১৭ সালে গুগলে ঢাকাই ছবির যে নায়িকাকে অনুসন্ধান করা হয়েছে- তিনি হচ্ছেন শবনম ইয়াসমিন বুবলী। গুগল এ বছর সর্বাধিক অনুসন্ধাকৃত ১০ জন মানুষের নাম প্রকাশ করে। তারমধ্যে শবনম ইয়াসমিন বুবলী রয়েছেন ৯ নম্বরে।

গুগল ট্রেন্ডিংয়ে পিপল তালিকায় সব বিভাগের শীর্ষে রয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। তবে ঢাকাই ছবির নায়িকাদের মধ্যে একমাত্র বুবলী এসেছেন এই তালিকায়। এছাড়া সম্মিলিত তালিকায় তাসকিন আহমেদের স্থান রয়েছে ৩ নম্বরে। দুই নম্বরে রয়েছেন বিতর্কীত তারকা মিয়া খলিফা। আর শীর্ষে সাবিলা নূর। এরপরে চার নম্বরে রয়েছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান।

বুবলী খবর পাঠিকা থেকে নায়িকা হয়েছেন। শামীম আহমেদ রনীর পরিচালনাধীন সিনেমা বসগিরিতে দিয়ে তিনি ঢাকায় ছবিতে অভিষিক্ত হন। তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এরপর নানাভাবেই বুবলী আলোচনায় আসেন। স্বাভাবিকভাবেই এই এই নবাগতাকে নিয়ে কৌতুহলী হয় চলচ্চিত্রপ্রেমীরা।
 
গুগল প্রতিবছর তাদের সার্চ ইঞ্জিনে সন্ধানকৃত বিষয়গুলোকে বছর শেষে ট্রেন্ডিং হিসেবে প্রকাশ করে। এ বছরে প্রকাশিত তালিকা থেকে পিপল তালিকায় দেখা গেছে এসব তথ্য। শীর্ষ দশে বুবলী একমাত্র ঢাকাই ছবির নায়িকা হিসেবে উঠে এসেছেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে