বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা ছবির মাধ্যমে উত্তাপ ছড়ানো যেন একটি নিয়মে পরিণত হয়েছে। শুধু খোলামেলা নয়, অনেকে আবার পোশাকহীন হয়েও ছবি পোস্ট করছেন।
সাম্প্রতিক সময়ে এষা গুপ্তা, নার্গিস ফাকরিসহ বেশ কজন অভিনেত্রী ইনস্টাগ্রামে পোশাকহীন ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন। এবার তারই ধারাবাহিকতায় খোলামেলা ছবি পোস্ট করে ব্যাপক তোপের মুখে পড়লেন শ্রুতি হাসান।
সম্প্রতি নিজের একটি খোলামেলা ছবি এ অভিনেত্রী পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেই ছবিতে তার পরণে কোনো সুতাও ছিল না। পোশাকহীন সম্পূর্ণ শরীর কেবল হাত দিয়ে নিজের গোপন অঙ্গ ধরে রেখেছিলেন তিনি। সেখানে ক্যাপশনে তিনি লিখেন, যখন আমি সুপারহট!
এদিকে শ্রুতির এমন ছবির বিপরীতে সমালোচনাও হচ্ছে তীব্র। ফলাও করে সংবাদমাধ্যমগুলোও প্রচার করছে তার এমন বেপরোয়া কাণ্ডের বিষয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন শ্রুতির অযথা এমন ছবি প্রকাশের কোনো মানেই নেই।
এটা কেবল আলোচনায় আসার জন্যই করা। আবার অনেকেই ব্যঙ্গ করে বলছেন এসি রুমেও কি শ্রুতির এমন গরম লাগছে যে সব পোশাক খুলে ফেলেছে সে! অতিরিক্ত সমালোচনার মুখে তিনি সেই ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেন।
এমটিনিউজ/এসএস