বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৭:১৩

শাকিবের পরেই মোশাররফ করিম

 শাকিবের পরেই মোশাররফ করিম

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নাম শাকিব খান। চলতি বছরে নানা কারণেই তিনি ছিলেন আলোচনায়। পুরো বছর জুড়েই থেমে থেমে সংবাদের ব্রেকিং হয়েছেন। আর সে কারণেই চলতি বছরে গুগল সার্চে শীর্ষ দশে স্থান পেয়েছে তার নাম। অন্যদিকে শাকিবের মত আলোচনায় না থাকলেও শীর্ষ দশে ঠিক শাকিবের পরেই আছেন ছোট পর্দার তুমুল জনপ্রিয় তারকা অভিনেতা মোশাররফ করিম।

প্রতি বছরই ইন্টারনেটে সার্চে শীর্ষে থাকা আলোচিত বিভিন্ন বিষয়ের তালিকা প্রকাশ করে গুগল। এবারও হয়নি তার ব্যতিক্রম। সম্প্রতি গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে ট্রেন্ডিং সার্চের এই তালিকা প্রকাশ করেছে ‘ইয়ার ইন সার্চ ২০১৭’। যেখানে দেশভিত্তিক ও বৈশ্বিকভাবে গুগল সার্চ ট্রেন্ড দেখা যাচ্ছে। গুগল বেশ কিছু ক্যাটাগরি বা বিভাগ হিসেবে সার্চ ট্রেন্ড প্রকাশ করেছে।

গুগল ট্রেন্ডের তিনটি ক্যাটাগরির ‘পিপল’ ক্যাটাগরিতে ১০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে শীর্ষ দশের মধ্যে সাত জনই শোবিজ অঙ্গনের সঙ্গে জড়িত। এরমধ্যে দুইজন ভিনদেশি,  তারকা মিয়া খলিফা ও আরেকজন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম।

গুগল সার্চে এ বছর শীর্ষে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। আর ঢালিউড তারকা শাকিব খানের অবস্থান চারে। ঠিক তার পরেই পাঁচ নাম্বারে রয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ মোশাররফ করিম। এছাড়া দ্বিতীয় স্থানে মিয়া খলিফা ও ১০ স্থানে আতিফ আসলাম ছাড়াও শোবিজ থেকে ৬ষ্টতে রয়েছে জান্নাতুল এভ্রিল এবং নবমস্থানে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে