বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭, ০৪:৪৭:৪৪

অবশেষে 'সবথেকে সুন্দরী' নায়িকা প্রেম করছেন

অবশেষে 'সবথেকে সুন্দরী' নায়িকা প্রেম করছেন

বিনোদন ডেস্ক: অবশেষে টলিউডের 'সবথেকে সুন্দরী' নায়িকা প্রেম করছেন? এখনই নিশ্চিত করে 'হ্যাঁ' বলা না গেলেও বসন্তের প্রাক্কালে নুসরাতের টুইটারে যে প্রেমের হাওয়া বইছে, সেকথাও অবলীলায় বলা যায়। কেন এমন বলা হচ্ছে? আসলে এই নূসরতের 'প্রেম কাব্য' নিয়ে জল্পনা বাড়িয়েছেন নায়িকার পরিচালকই।

বিরসা দাশগুপ্তের একটা টুইটেই সরগরম টলি ইন্ডাস্ট্রি। 'আওয়ার ফার্স্ট অফিসিয়াল ডেট', সঙ্গে গোলাপ এবং নীল রঙের লাভ সাইন। বিরসা দাশগুপ্তের এই টুইট রিটুইট করেছেন নায়িকা নুসরাতও। এখানেই শেষ নয়, নুসরাত আরও একধাপ এগিয়ে স্মৃতিচারণা করে লিখেছেন, 'নস্টালজিয়া..!! ভাগ্যিস তোমার আমার দেখা হয়েছিল। ভালোবাসা'। এর সঙ্গে হ্যাশট্যাগ।

সম্প্রতি ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে ওয়ান ছবিতে বিরসা দাশগুপ্তের পরিচালনায় কাজ করেছেন নূসরত। 'ওয়ান' ছবিতে ছিলেন 'মিস্টার ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আরও ছিলেন যশ দাশগুপ্ত। বক্স অফিসে এই ছবি সাফল্যের মুখও দেখেছে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে