শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭, ০৩:০২:৫৯

বিয়েতে আনুশকাকে কী উপহার দিলেন সাবেক প্রেমিক রণবীর

বিয়েতে আনুশকাকে কী উপহার দিলেন সাবেক প্রেমিক রণবীর

বিনোদন ডেস্ক : সম্পর্কের তিক্ততা ভুলে এবার বন্ধুত্বের নতুন নজির গড়লেন রণবীর সিং এবং দীপিকা পাডুকন। ‘ব্যান্ড বাজা বারাত’-এর সময় আনুশকা শর্মার সঙ্গে রণবীর সিং সম্পর্কে জড়ালেও, তা বেশিদূর এগোয়নি। এরপর আনুশকার জীবনে এসেছে বিরাট এবং রণবীরের জীবনে দীপিকা।

কিন্তু, শোনা যেত, রণবীর সিং-এর জন্যই নাকি আনুশকা এবং দীপিকার মধ্যে সব সময় ঠাণ্ডা লড়াই চলে। কিন্তু, ভারতের ‘পাওয়ার কাপল’-এর বিয়ের পর সোশ্যাল সাইটে তাঁদের অভিনন্দন জানিয়েছেন রণবীর সিং। প্রাক্তনের বিয়েতে কীভাবে তাঁকে অভিনন্দন জানাতে হয়, সেই সৌজন্য দেখিয়ে ইতিমধ্যেই ক্রিটিকদের নজরে এসেছেন রণবীর।

বলিউডের খবর, বিরুশকার বিয়ের পর তাঁদের নাকি অভিনন্দন জানিয়েছেন দীপিকাও। শুধু তাই নয়, বিরুশকাকে বিয়ের উপহারও পাঠিয়েছেন তাঁরা। তবে বিষয়টি যাতে লোক জানাজানি না হয়, সে বিষয়ে তত্পর রণবীর সিং এবং দীপিকা পাডুকন।
আর তাই, বিরাট-আনুশকার বিয়ের পর তাঁদের অভিনন্দন জানিয়ে ব্যক্তিগতভাবেই উপহার পাঠিয়েছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকন।

এদিকে মেয়ের বিয়ের পর দেশে ফিরে এসেছেন অনুষ্কার শর্মার বাবা-মা।
ইতালি থেকে শর্মা পরিবার মুম্বাই বিমানবন্দরে নামার পর পরই পাপারাত্জির নজরে চলে আসেন তাঁরা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে