শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭, ০৫:০২:১২

সানি লিওন পারফর্ম করলে গণআত্মহত্যার হুমকি!

সানি লিওন পারফর্ম করলে গণআত্মহত্যার হুমকি!

বিনোদন ডেস্ক: সানি লিওন যদি অনুষ্ঠান করেন, তা হলে গণআত্মহত্যা ঘটবে ভারতের কর্নাটকে। শুক্রবার হুমকি দিয়েছেন কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনা।
বেঙ্গালুরুর মান্যতা টেক পার্কের সামনে এই ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছেন ওই সংগঠনের সমর্থকরা। খবর আনন্দবাজার পত্রিকার।

নববর্ষের আগের রাতে বেঙ্গালুরুতে অনুষ্ঠান করার কথা সানি লিওনের। সেই ঘোষণার পর থেকেই নানা জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনার সদস্যরা। তাদের দাবি, সানির অনুষ্ঠান বাতিল না করলে আগামী ৩১ ডিসেম্বর প্রকাশ্য রাস্তায় গণ আত্মহত্যার ঘটনা ঘটবে।

ওই সংগঠনের সম্পাদক হরীশ বলেন, ‘সানির অতীত ভাল নয়। ও যে সব পোশাক পরে সেটা আমরা সমর্থন করি না। আর এ সব অনুষ্ঠান পরিবারের সকলে দেখতে আসেন। তাঁদের সামনে এ ধরনের উদাহরণ তুলে ধরতে পারি না আমরা। সানি যদি শাড়ি পরে পারফর্ম করেন আমরা দেখতে যাব। না হলে আত্মহত্যা করব। ’

এ নিয়ে দ্বিতীয় বার সানির অনুষ্ঠানের বিরোধিতা করল কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনা। তাঁদের এই আচরণ বলিউডের বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে বলে খবর।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে