শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭, ১২:৩০:১০

'আমি রাতের পর রাত কারিশমাকে কাঁদতে দেখেছি'

 'আমি রাতের পর রাত কারিশমাকে কাঁদতে দেখেছি'

বিনোদন ডেস্ক : বলিউডে বহু স্ট্রাগলের পরই নিজের জায়গা পাকা করতে পেরেছিলেন কারিশমা কাপুর। একবার একটা সাক্ষাৎকারে কারিশমা কাপুরের ছোট বোন কারিনা বলেছিলেন, কারিশমার স্ট্রাগলিং পিরিয়ডে উনি প্রায় রাতেই লুকিয়ে কারিশমাকে কাঁদতে দেখতেন।

কারিনা বলেন, আমার মনে হয় কারিশমার অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত পরিবারের কেউ মেনে নেয়নি। পরিবারের কেউ ওকে সাপোর্ট করেনি। কেউ ভাবতেই পারেনি যে ও একদিন একজন সফল অভিনেত্রী হবে। একমাত্র আমাদের মা ওর পাশে থেকেছে। ওরা দুজনে একসঙ্গে স্ট্রাগল করেছে।

কারিনা আরো বলেন, আমি রাতের পর রাত আমার দিদিকে মায়ের সঙ্গে বসে কাঁদতে দেখেছি। কারিশমা মনোবল হারিয়ে ফেলত। কাঁদতে কাঁদতে বলত, মা আমি সফল হতে পারব না। আমাকে অন্যরা সফল হতে দেবে না।
আমি একটা বড় ঘড়ির পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতাম ওদের। আমি অনেক কিছু দেখেছি। আমার মা আর দিদির সঙ্গে যা ঘটেছে‚ ওদের ভয়‚ দুঃখ‚ বহু কিছুর সাক্ষী আছি আমি। কারিশমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। দিদির অবস্থা দেখে আমিও খুব দুঃখ পেতাম।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে