শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭, ০২:৫৩:১৪

এবার নাটকে সেই মাফিয়া গার্ল এভ্রিল

এবার নাটকে সেই মাফিয়া গার্ল এভ্রিল

বিনোদন ডেস্ক : ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেয়া জান্নাতুল নাঈম এভ্রিল। প্রতিযোগিতায় বিজয়ের মুকুটও আসে তার দখলে। পরবর্তীতে বাল্য বিয়ের কারণে সেই মুকুট হারাতে হয় তাকে। সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে অভিনয় করে সবার নজর কাড়েন এই সুন্দরী। সেই সুবাদে কাজ করতে যাচ্ছেন নতুন একটি নাটকে।

‘এমনো তো প্রেম হয়’ শীর্ষক খণ্ড নাটকে ডাক্তার স্নেহার চরিত্রে অভিনয় করবেন এভ্রিল। এটি পরিচালনা করছেন জুনায়েদ বিন জিয়া। নাটকে ডাক্তার স্নেহার চরিত্রে অভিনয় করবেন এভ্রিল। আহসান হাবিব সকালের রচনায় নাটকে আরও অভিনয় করবেন সজল ও পাভেল ইসলাম।

সাহিল ও স্নেহার সুখের সংসার। এর মাঝেই বিদেশ থেকে আসে স্নেহার বয়ফ্রেন্ড রিয়াদ। তার সঙ্গে গোপনে গোপনে দেখা করে স্নেহা। এটি কোনোভাবে মেনে নিতে পারে না সাহিল। এই নিয়ে স্নেহা ও সাহিলের মধ্যে শুরু হয় পারিবারিক অশান্তি। তারপর নাটকের গল্প অন্য দিকে মোড় নেয়।

নাটকে অভিনয় নিয়ে এভ্রিল বলেন, ‘অনেক দিন এমন একটি নাটকের অপেক্ষায় ছিলাম। গল্পটি আমার মনের মতো। এখানে আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এছাড়া সজল ভাইয়ের ওপর আমি ছোটবেলায় ক্রাশ খেয়েছি। এই নাটকে তিনি অভিনয় করবেন জেনে আরো বেশি আনন্দিত হয়েছি।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে