শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭, ১১:০২:৩২

জানেন কী কোথায় হবে তৈমুরের প্রথম জন্মদিন?

জানেন কী কোথায় হবে তৈমুরের প্রথম জন্মদিন?

বিনোদন ডেস্ক : ছোটে নবাব বলে কথা। তার প্রথম জন্মদিন। বিশেষ কিছু তো হবেই। তার তোরজোর শুরু হয়ে গিয়েছে। ২০ ডিসেম্বর জন্মদিন। তার আগে শনিবার ১৬ ডিসেম্বর মা-বাবার সঙ্গে পতৌদি প্যালেসে পৌঁছে গিয়েছে ছোটে নবাব।

তৈমুরের প্রথম জন্মদিন নিয়ে কয়েকমাস আগে থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে টিনসেল টাউনে। মাসি করিশ্মা কাপুর অবশ্য জানিয়েছিলেন কোনও এলাহি আয়োজন নয়। ঘরোয়া পরিবেশে একেবারের ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়েই হবে তৈমুরের জন্মদিন।

২০১১ সালেই সাইফ আলি খানকে দশম পতৌদি নবাব হিসেবে ঘোষণা করা হয়। ২০১৪ থেকেই পতৌদি প্যালেসের দায়িত্ব নেন সাইফ। শর্মিলা ঠাকুর এবং কারিনা কাপুর নিজেদের উদ্যোগে প্রাসাদটিকে নতুন করে সাজান।

এই প্রাসাদেই সাইফ-কারিনা তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী কাটিয়েছিলেন। এবার ছোটে নবাব তৈমুরের জন্মদিন সেলিব্রেট করবেন তারা। সেই উপলক্ষ্যে ফের নতুন করে সেজে উঠেছে পতৌদি প্যালেস।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে