সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ১১:৫৫:২৮

খাগড়াছড়িতে সম্প্রীতির বিজয় কনসার্ট মাতাবেন তাহসান

খাগড়াছড়িতে সম্প্রীতির বিজয় কনসার্ট মাতাবেন তাহসান

বিনোদন ডেস্ক: খাগড়াছড়িতে সম্প্রীতির বিজয় কনসার্ট মাতাবেন হালের ক্রেজ কণ্ঠশিল্পী তাহসান। বিজয়ের ৪৬ বছর পূর্তিতে ‘জ্ঞান, সম্প্রীতি, উন্নয়ন ও শান্তির বন্ধনে খাগড়াছড়ি’ স্লোগানে সম্প্রীতির বিজয় কনসার্টের আয়োজন করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

সোমবার (১৮ ডিসেম্বর) খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকেল ৩টা থেকে শুরু হবে এ কনসার্ট। সম্প্রীতির বিজয় কনসার্টের ব্যাপক প্রচারে জেলার বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে বিলবোর্ড ও ফেস্টুন।

কনসার্টে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের সঙ্গে রাঙ্গামাটির মেয়ে তিশা চাকমারও কনসার্টে সঙ্গীত পরিবেশনের কথা রয়েছে। পাশাপাশি থাকবে স্থানীয় শিল্পীদের পরিবেশনা। কনসার্টে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নৃত্য শিল্পীদের থাকছে মনোজ্ঞ নৃত্য পরিবেশনা। এছাড়াও আন্তর্জাতিক মানের আতশবাজি, ফানুস, লেজার শোসহ থাকছে নানা আয়োজন।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠির বাসিন্দাদের নিরাপত্তা বিধানের পাশাপাশি পাহাড়ি জনপদের সার্বিক উন্নয়নে অবদান রাখছে সেনাবাহিনী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে