সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৬:০৯

বিবাহিত জীবনে চিত্রনায়ক রিয়াজ-তিনার দশ বছর পার

বিবাহিত জীবনে চিত্রনায়ক রিয়াজ-তিনার দশ বছর পার

বিনোদন ডেস্ক: দেখতে দেখতে বিবাহ জীবনের দশটি বছর পার করে ফেললেন তারকা দম্পতি চিত্রনায়ক রিয়াজ ও মডেল তিনা। ২০০৭ সালের ২২ নভেম্বর তাদের বাগদান হয়। এরপর একই বছরের ১৮ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে জড়ান। গত ২২ নভেম্বর তারা ঘরোয়াভাবেই তাদের বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন।

কিন্তু আজ ১৮ ডিসেম্বর তিনা বিবাহিত জীবনের দশ বছরের কথা স্মরণ করে তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন।

গত ২২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ এ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা রিয়াজ লিখেন, ‘আজ থেকে ১০ বছর আগের এক বিকালে, একসঙ্গে পথচলার শুরু। আজও প্রতিটি দিন যেন এক নতুন গল্প, নতুন অনুভূতি। ধন্যবাদ তিনা।’

বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী বিজয়ী ছিলেন তিনা। অল্প-বিস্তর কাজও করেছেন। আর ২০০৭ সালে বিয়ে করার পর ২০১৫ সালের ১ জুন তাদের সংসার আলো করেছে কন্যা সন্তান আমেরা। এছাড়া বর্তমানে রিয়াজ ব্যবসার পাশাপাশি অভিনয় করছেন। কিন্তু তিনা শোবিজ ছেড়ে পুরোদমে সংসারী হয়ে গেছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে