সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:২৩:০৮

বলিউডে কাজের কথা চলছে: বাংলাদেশের মাহিম করিম

বলিউডে কাজের কথা চলছে: বাংলাদেশের মাহিম করিম

বিনোদন ডেস্ক: ভারতের টি-সিরিজের ব্যানারে মিউজিক ভিডিওর মডেল হয়ে শোবিজে পথচলা শুরু করেছেন বাংলাদেশের মাহিম করিম। আবরার সিয়ামের গাওয়া ‘ইতনা দূর’ শিরোনামে গানের মিউজিক ভিডিওতে মাহিমের বিপরীতে আছেন পায়েলিয়া পায়েল।

অনুরুদ্ধ ঘোষের লেখা গানটির সঙ্গীতায়োজন করেছেন বাংলাদেশি বংশদ্ভূত রুম্মান চৌধুরী। এ ব্যাপারে মাহিম করিম বলেন, ‘টি-সিরিজের সঙ্গে আমার একটি চুক্তি হয়েছে। তার প্রেক্ষিতে এই মিউজিক ভিডিওতে কাজ করেছি। ভিডিওর কনসেপ্টটা দারুণ। আশা করছি প্রকাশের পর ভালো রেসপন্স পাবো।

জানা গেছে, ২৩ ডিসেম্বর টিজার এবং ২৭ ডিসেম্বর মিউজিক ভিডিওটি প্রকাশ হবে। মিউজিক ভিডিওটি যৌথভাবে নির্মাণ করেছেন ইশান আরফিন নিতুল ও রুম্মান চৌধুরী। ক্যামেরায় ছিলেন আরচি, সন্দীপ রায় এবং এহসান আরিফিন।

মডেল-অভিনেত্রী সারিকার সঙ্গে ডিভোর্সের পর পরই নায়ক হবার ঘোষণা দেন মাহিম। তখন মাহিম জানিয়েছিলেন, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শিগগিরই চলচ্চিত্র প্রযোজনা ও অভিনয়ে নাম লেখাবেন তিনি। তবে এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেলেও চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে চুপ আছেন মাহিম।

এ ব্যাপারে জানতে চাইলে মাহিম বলেন, ভারতের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কারণে আমাকে তাদের পরামর্শ মতো চলতে হচ্ছে। এতদিন তো টি-সিরিজের সঙ্গে অনেক পাকিস্তানি কাজ করলেও বাংলাদেশ থেকে সম্ভবত আমি প্রথম কাজ করলাম। এটা আমার জন্য বড় একটা প্রাপ্তি। এরই মধ্যে বলিউডে কাজের কথা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মার্চে সু-সংবাদ দিতে পারবো।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে