সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫৪:০৮

চুমুর ঠিক আগেই নোংরা কথা বলতো এমরান: বিদ্যা বালান

চুমুর ঠিক আগেই নোংরা কথা বলতো এমরান: বিদ্যা বালান

বিনোদন ডেস্ক: বলিউডের বড়পর্দায় শুরু থেকেই নায়কদের বাহুলগ্না হয়েছে চুমুর দৃশ্যে অভিনয় করেছেন বিদ্যা বালান। এবার বললেন সেসব চুমুর অদ্ভুত সব অভিজ্ঞতার কথা।

সেলিব্রেটি টক শো ‘নো ফিল্টার নেহা’তে উপস্থিত হয়ে নিজের সম্পর্কে নানা অজানা কথাই তুলে ধরেন বিদ্যা। জানালেন এমরান হাশমির সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতাও।

‘ডার্টি পিকচার’, ‘ঘনচক্কর’ এবং ‘হামারি আধুরি কাহানি’র মতো সিনেমায় ‘সিরিয়াল কিসার’ এমরান হাশমির বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা। আর হাশমির সিনেমা মানেই সেখানে থাকবে চুমুর দৃশ্য। তাই অবধারিতভাবেই তাকে বারবার চুমু খেতে হয়েছে বিদ্যাকে।

কিন্তু চুমুর দৃশ্যে অভিনয়ের আগে কী করতেন হাশমি?
বিদ্যা বলেন, ‘এমরান হাশমি প্রতিবারই চুমুর দৃশ্যের আগে ফালতু কথা বলতে শুরু করতো। ‘ঘনচক্কর’-এর সময় সে আমাকে বলতে শুরু করলো, সিদ্ধার্থ (বিদ্যা বালানের স্বামী) দেখলে কী মনে করবে? আমি আমার পারিশ্রমিক পাবো তো?’

তিনি আরও বলেন, ‘এমরান প্রতিবারই চুমুর দৃশ্যে এমন কিছু বলে আমাদের মধ্যকার জড়তা কাটিয়ে নিতো।’

এমরান হাশমি ছাড়াও পর্দায় অক্ষয় কুমার, আর মাধাভান, আরশাদ ওয়ার্সিদের মতো অভিনেতাদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে বিদ্যাকে।-ইন্ডিয়ান এক্সপ্রেস
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে