বিনোদন ডেস্ক: জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। তার প্রশংসা না করলে নয়। মাঠে জাদুকরি ভূমিকার কারণে তিনি ইতোমধ্যে কেড়ে নিয়েছেন কোটি মানুষের হ্নদয়। ২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সাথে আনুষ্ঠানিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৫ একই বছর তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যা সন্তান আলাইনা হাসান অব্রি।
এদিকে সাকিব কন্যা সাঁতার, চিত্রাঙ্গন থেকে শুরু করে বেশকিছু কাজে ইতোমধ্যে প্রতিভার স্বাক্ষর রেখেছে। সবাই ভাবছে, অলরাউন্ডারের কন্য অলরাউন্ডারই তো হবে। এদিকে প্রায় দেখা যায় সাকিব পত্নী আলাইনার ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেন।
একটু আগে শিশির আলাইনার একটি ছবি পোস্ট করেন। মায়ের সাথে সানগ্লাস পরিহিত ছবিটি দেখে সাকিব ভক্তরা হাজার হাজার লাইক আর কমেন্ট করতে থাকেন। এক ভক্ত লিখেছেন, ‘কী সুন্দর হইছে বাবুটা। বাংলাদেশের প্রাণ সাকিব ভাইয়ের কিউট পিচ্ছি’। আরেক জন লিখেছেন, ‘প্রথমে মনে করেছি মেহজাবিনের ছবি। পরে মাথায় আসল ওরে ত আমি ফলো করিনা, দুইজনরে এক লাগে মাঝেমাঝে’।
আরেক ভক্ত লিখেছেন, কি বলব খুজে পাচ্ছিনা সত্যিকার প্রিন্সেস। আরেক ভক্ত রসিকতা করে লিখেছেন, ‘ভাতিজি তো ডান্গর হইয়া গেছে।মায়েরা সবসময় মায়েদের বান্ধবী হয়ে উঠে’। আরেক ভক্ত মুগ্ধ হয়ে লিখেছেন, ‘মুগ্ধতা প্রকাশ করার ভাষা নেই, মা মেয়ে কিউটের ডিব্বা’।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস