সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৪:৪৫

নতুন বছরে চমক নিয়ে আসছেন উপমা

নতুন বছরে চমক নিয়ে আসছেন উপমা

বিনোদন ডেস্ক: নতুন বছরকে সামনে রেখে লেজার ভিশনের ব্যানারে আসছে বেলাল খান ফিচারিং প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী উপমার প্রথম একক অ্যালবাম 'উপমা' (তোমার অভাব)।

জনপ্রিয় গীতিকবি রবিউল ইসলাম জীবন ও সোমেশ্বর অলি’র কথায়, বেলাল খানের সুরে অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন জে.কে মজলিস ও এম. এ রহমান। অ্যালবামটিতে মোট ৪টি রোমান্টিক, মেলোডি ও ফিউশন ধাঁচের গান রয়েছে।

‘তোমার অভাব’ শিরোনামের গানটিতে উপমার সাথে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান। ইতিমধ্যে ‘আমি চাই যারে’ গানটির চমৎকার মিউজিক ভিডিওটির কাজ সম্পন্ন হয়েছে।

মিউজিক ভিডিওটি শীঘ্রই লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। অ্যালবামটি প্রসঙ্গে উপমা বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর আমার অ্যালবাম প্রকাশ পাচ্ছে যেনে, আমি খুবই আনন্দিত। চেষ্টা করেছি আমার প্রথম অ্যালবামটিতে ভালো কিছু গান শ্রোতা-দর্শকদের উপহার দিতে। এ সময়ের জনপ্রিয় গীতিকবি জীবন ভাই ও অলি ভাই গানগুলি খুবই ভালো লিখেছেন। আশা করি গানগুলি সবাইকে মুগ্ধ করবে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে