মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৩:৪৪:১০

২৬ বছরের অঙ্কিতা বিয়ে করছেন ৫২ বছরের মিলিন্দকে!

২৬ বছরের অঙ্কিতা বিয়ে করছেন ৫২ বছরের মিলিন্দকে!

বিনোদন ডেস্ক: এবার কি তাহলে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মিলিন্দ সোমান! বলিউডে কান পাতলে এবার এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। তবে মিলিন্দ ও অঙ্কিতার বিয়ে নিয়ে গুঞ্জন শোনা গেলেও, এ বিষয়ে তাঁরা এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

সূত্র অনুযায়ী, সম্প্রতি অঙ্কিতার ভাতিজার জন্মদিন উপলক্ষে গুয়াহাটিতে হাজির হন মিলিন্দ। আর সেখানেই অঙ্কিতার বাড়ির লোকের সাথে দেখা করেন মিলিন্দ। শুধু তাই নয়, মিলিন্দ গুয়াহাটিতে গিয়ে নাকি তাঁদের বিয়ের কথাও সবাইকে জানিয়েছেন। ২০১৮ সালেই অঙ্কিতার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চান বলেও নাকি জানানো হয়েছে।

সূত্র বলছে, প্রথমে ৫২-র মিলিন্দের সঙ্গে বছর ছাব্বিশের অঙ্কিতা বিয়ে নিয়ে কোনওয়ার পরিবারে বেশ কিছুটা মতান্তর ছিল। কিন্তু, মিলিন্দ সোমানের সঙ্গে দেখা হওয়ার পর বয়সের পার্থক্য নিয়ে আর কোনও আপত্তি অঙ্কিতার পরিবারের নেই  জানা যাচ্ছে।

মাইলিন জাম্পানই-এর পর মডেল মধু সাপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মিলিন্দ। কিন্তু,  মধু সাপরের সঙ্গেও শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায় ভারতের 'আয়রন ম্যান'-এর। এরপরই 'হাঁটু'র বয়সী অঙ্কিতা সঙ্গে সম্পর্কে  জড়ান মিলিন্দ। যা নিয়ে বেশ জল্পনাও শুরু হয়।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে