বিনোদন ডেস্ক: আবারো বান্ধবী বিতর্কে সালমান খান। আর আরো একবার বিতর্কের নাম সালমান খান বনাম আজহার উদ্দিন। সালমানের প্রথম বান্ধবী সঙ্গীতা বিজলানিকে কার্যত ‘হাইজ্যাক’ করে বিয়ে করেছিলেন মহম্মদ আজাহারউদ্দিন। প্রায় তিন দশক পর সেই স্মৃতি এখনও টাটকা টিনসেল টাউনে। বলিউডের সুপারস্টার নায়কের সঙ্গে তার পর থেকেই তারকা ক্রিকেটারের সম্পর্ক তলানিতে। বি-টাউনে এখনও কান পাতলে শোনা যায়, সলমন নাকি আজাহারকে মুম্বই এলে ‘দেখে নেওয়া’র হুমকি দিয়েছিলেন।
ইতিহাস যেন আবার নিজেকেই রিপিট করল। সর্বভারতীয় প্রচারমাধ্যমের খবর বলছে, সালমানের বর্তমান বান্ধবী লুলিয়া ভন্তুরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন আজাহার। সম্প্রতি শারজায় টি টেন ক্রিকেট লিগ কাছাকাছি এনে দিয়েছে আজহার এবং লুলিয়াকে।
সালমানের ভাই সোহেল খানের দল মারাঠা অ্যারাবিয়ান্স টি টেন লিগে খেলছে। সোহেলের দলকে সমর্থন করতেই হাজির ছিলেন লুলিয়া। সেখানেই আজাহারের সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় তাঁকে। প্রচারমাধ্যম বলছে, ম্যাচের পরে সোহেল-আজাহার-লুলিয়াকে পার্টিতে বেশ এনজয় করতে দেখা গিয়েছে।
কিছুদিন আগেই প্রচারমাধ্যমে আরও বলা হয়েছিল, লুলিয়া ভন্তুরের জন্যই সলমনের পার্টি এড়িয়ে চলেন সঙ্গীতা। আজাহারের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই যিনি সলমনের ‘ভাল’ বন্ধুদের তালিকায়। তবে সালমানের বর্তমান বান্ধবী লুলিয়ার সঙ্গে সম্পর্ক ভাল নয় সঙ্গীতার। জিমে তাঁদের মধ্যে ঝামেলা হয়েছিল প্রকাশ্যেই।
তবে উথাল পাতাল সম্পর্কের এমন পরিস্থিতির মাঝেই সঙ্গীতা প্রত্যেককে অবাক করে দিয়ে সালমানের বাড়িতে রি-এন্ট্রি নিয়েছিলেন সেলিম খানের ৮২ তম জন্মদিনে। সালমান-পিতার বার্থডে পার্টিতে সালিম খানকে কেক খাওয়াতেও দেখা গিয়েছিল। পাশাপাশি, একটি বইয়ের প্রকাশ অনুষ্ঠানেই সালমান, ক্যাটরিনার সঙ্গে দেখা গিয়েছিল সঙ্গীতাকে। তবে সেই অনুষ্ঠানে আবার লুলিয়াকে দেখা যায়নি। সব মিলিয়ে খেলা এতটাই জটিল যে, সদুত্তর খুঁজছে বি-টাউন। সুত্র- এবেলা
এমটি নিউজ/আ শি/এএস