মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:০৬:২৭

কারা আমন্ত্রিত হচ্ছেন তৈমুরের জন্মদিনে?

 কারা আমন্ত্রিত হচ্ছেন তৈমুরের জন্মদিনে?

বিনোদন ডেস্ক: আগামীকাল ১ বছরে পা রাখছে ছোট্ট নবাব তৈমুর আলি খান। অনেকেই তৈমুরের জন্মদিনের ছবি দেখার অপেক্ষায় থাকবেন। তবে সে যাই ছোট্ট নবাবকে নিয়ে সাইফ-করিনা কিন্তু ইতোমধ্যেই পৌঁছে গিয়েছেন হরিয়ানার পাতৌদি প্রাসাদে।

ইতোমধ্যেই পাতৌদি প্রাসাদে তৈমুরের সঙ্গে সাইফ-করিনার ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তৈমুরের জন্মদিন পার্টিতে আমন্ত্রিত কারা? এটা জানার আগ্রহ তো অনেকেরই রয়েছে। ইতোমধ্যেই জানা গিয়েছে নিমন্ত্রিতদের নাম।

শোনা যাচ্ছে, কাপুর ও পাতৌদি পরিবারের সদস্যরা আমন্ত্রিত রয়েছেন তৈমুরের জন্মদিনে। এরমধ্যে রয়েছে সাইফের বোন সোহা আলি খান, কুণাল খেমু ও তৈমুরের ছোট্ট বোন ইনায়া নওমী খেমু।

আর এছাড়াও আমন্ত্রিত রয়েছেন সাইফ-অমৃতা কন্যা সারা আলি খান। করিনার আপু করিশ্মা কাপুর খান ও তার দুই সন্তান শমীরা ও কিয়ান ইতোমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে।  আমন্ত্রিতদের মধ্যে আরো রয়েছেন করিশ্মার বিশেষ বন্ধু সন্দীপ তোশনিওয়ালও।
অনুষ্ঠানে থাকবেন করিশ্মা-করিনার মা ববিতা কাপুর ও বাবা রণধীর কাপুর। এছাড়াও শর্মিলা ঠাকুর তো থাকবেনই।

তবে এতো গেল পরিবারের আত্মীয়দের কথা। এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় আব্রাম, যশ ও রুহির মতো স্টারকিডদের নামও শোনা যাচ্ছে। তবে প্রথম জন্মদিনটা তৈমুর মূলত কাটাবে তার পরিবারের সঙ্গেই।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে