মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৭:০৩:২৯

‘বাহবলী’-কেও ছাড়িয়ে যাবে দেবের আমাজন!

‘বাহবলী’-কেও ছাড়িয়ে যাবে দেবের আমাজন!

বিনোদন ডেস্ক: কলকাতায় বছরের আলোচিত ছবি ‘আমাজন অভিযান’। বড় পোস্টার, প্রচারণার অভিনব সব স্টাইলে এরইমধ্যে ছবিটি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। আগামী ২২ ডিসেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে টালিউডে।

তার আগে দেখা গেছে ছবিটির টিজারের ঝলক। এবার দেব হাজির তার নতুন ছবির গান নিয়ে। ‘চলো না যাই’ শিরোনামের গানটি এরইমধ্যে সাড়া ফেলেছে। ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে প্রসেনের কথায় গানটি গেয়েছেন অরিজিত্ সিং।

ছবিটি মুক্তির আগে থেকেই রয়েছে আলোচনায়। কেউ কেউ দাবি করছেন এই ছবিটি ভারতীয় সিনেমার ইতিহাসে সেরা ব্যবসা সফল ‘বাহবলী’-কেও ছাড়িয়ে যাবে। ২০১৩ সালে মুক্তি পাওয়া দেবের সুপারহিট চলচ্চিত্র ‘চাঁদের পাহাড়’র সিক্যুয়েল এই ছবি।

ছবির প্রযোজনা সংস্থা শ্রী ভিঙ্কটেশ ফিল্মস। এর পরিচালক কমলেশ্বর মুখার্জী গণমাধ্যমে বলেছেন, প্রায় ২৫ কোটি টাকা বাজেটের ‘আমাজন অভিযান’ বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, ওড়িয়া এবং অসমিয়া ভাষায় ছবিটি মুক্তি পাবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে