মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৭:৪৮

কেমন আছেন মম?

কেমন আছেন মম?

বিনোদন ডেস্ক: হুমায়ূন আহমেদ রচিত ও তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে পদার্পণ করেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া শিহাব শাহীন পরিচালিত `ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কার-এ শ্রেষ্ঠ অভিনয়শিল্পী (নারী) বিভাগে তারকা জরিপ ও সমালোচক পুরস্কার অর্জন করেন।

তবে তিনি বর্তমানে নাটক নিয়ে ব্যস্তময় সময় কাটাচ্ছেন। ইতোমধ্যে তিনি স্বর্ণমায়া, বিবর, নীড় নাটকগুলোর জন্য নজর কেড়েছেন অনেকের। ১৯৮৫ সালের ১৪ আগস্ট ঢাকার বাহরামপুরে জন্মগ্রহন করেন জনপ্রিয় এই অভিনেত্রী। তবে তার শৈশব কেটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে নাচ শিখেন কবিরুল ইসলাম রতনের কাছে। প্রথম টেলিভিশনে আবির্ভূত হন ১৯৯৫ সালে। তিনি বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় পুরুস্কার লাভ করেন। এরপর ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য্য প্রতিযোগিতায় জয়লাভ করেন।

২০১৩ সালে সঙ্গীতশিল্পী তাহসানের বিপরীতে নীলপরী নীলাঞ্জনা' ও এক্লিপস নাটকে অভিনয় করেন। পাশাপাশিভালোবাসার চতুষ্কোণ’ ধারাবাহিক নাটকে কাজ করেন। ২০১৪ সালে যায়েদ খানের বিপরীতে `প্রেম করব তোমার’ সাথে চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৫ সালে দীর্ঘদিন পর ‘দ্বিতীয় কুসুম’ ধারাবিহিক নাটকে অভিনয় করেন।

২০১৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বেসরকারী চ্যানেল আরটিভির জন্য নির্মিত অপরিচিতা নাটকে তাকে দেখা যায়। নাট্যকার সুমন আনোয়ারের নির্দেশনায় তার বিপরীতে অভিনয় করেন রওনক হাসান। এই বছর ঈদুল ফিতর উপলক্ষে নাট্যকার সুমন আনোয়ার নির্মিত পাঁচটি নাটকে অভিনয় করেন।

নাটকগুলো হল ‘ফুলমতি’, ‘আশার আলো’, ‘হলুদ বসন্ত’, ‘নীল দুপুর’, ‘আবর্ত’। এছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে তাহসানের বিপরীতে তিন বছর পর নাগরিক মানুষের জীবন নিয়ে চিত্রিত এখন আর রূপকথা হয় না নাটকে অভিনয় করেন।

মম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাট্য এবং নাট্যতত্ত্ব বিভাগে ২০১০ সালে স্নাতক আর ২০১২ সালে স্নাতকোত্তর পাশ করেন। তিনি ২০১০ সালের ৩১ মার্চ এজাজ মুন্নাকে বিয়ে করেছেন। ২০১১ সালে তাদের একমাত্র ছেলে উদ্ভাস জন্মগ্রহণ করে। এদিকে মমকে সর্বশেষ দেখা গেছে মিজানুর রহমান বেলালের রচিত সাহেল সুমন পরিচালিত ‘পেন ফেন্ড’ নাটকে। নটকটিতে মমর বিপরীত অভিনয় করেছেন অভিনয়শিল্পী নিলয় আলমগীর।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে